আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে ‘মাদকাসক্ত’ নারীর মৃত্যু

|

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক মাদকাসক্ত নারীর মৃত্যু হয়েছে।

সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী জালালাবাদ মেইল ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।

শনিবার সকালে আখাউড়া রেল সেকশনের আজমপুর স্টেশনের আউটার হোম সিগনাল এলাকা থেকে রেলওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

আখাউড়া রেলওয়ে থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. সেতাফুর রহমান কে বলেন, ওই নারী মাদকাসক্ত। সে মদ ও গাঁজা সেবন করতেন। ট্রেনে কাটা পড়ার আগে সে ঘটনাস্থলের পাশের এক মাজার থেকে গাঁজা সেবন করে মাতাল অবস্থায় ছিলেন। এসময় স্টেশনের দক্ষিণ আউটার হোম সিগন্যাল এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস জানান, মাদকাসক্ত ওই নারী আখাউড়া রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন মাজারে ভবঘুরে ছিলেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply