ই-সিগারেট সেবনে বেলজিয়ামে প্রাণ হারালো এক কিশোর

|

‘ভ্যাপিং বা ই-সিগারেট’ সেবনে প্রথমবার বেলজিয়ামে প্রাণ হারালো এক কিশোর। শুক্রবার, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়নিশ্চিত করেন এ তথ্য।

পার্লামেন্টে স্বাস্থ্যমন্ত্রী ম্যাগি ব্লক জানান, ভ্যাপিং ছাড়া কিশোরটির ফুসফুসে সংক্রমনের নির্দিষ্ট আর কোন কারণ পাওয়া যায়নি। ভয়াবহ নিউমোনিয়ায় আক্রান্ত হয় মৃত্যু হয় কিশোরটি।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ১৮ বছরের রাফায়েল পাওয়ের্ট তার জন্মদিনে বাবা-মা’র কাছ থেকে উপহার হিসেবে পান এই ভ্যাপিং ডিভাইস।

বৃহস্পতিবার মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ই-সিগারেট ব্যবহারে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে। গুরুতর অসুস্থ দু’হাজারের বেশি মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply