৯ বছর বয়সে স্মাতক ডিগ্রি!

|

৯ বছর বয়স মাত্র শিশুটির, যে বয়সে তার খেলনা নিয়ে মেতে থাকার বয়স সে বয়সে সে পড়ছে বিশ্ববিদ্যালয়ের তড়িৎকৌশলের বই। কিছুদিনের মধ্যেই অর্জন করবে স্মাতক ডিগ্রি। সে ক্ষেত্রে সবচেয়ে কম বয়সী হিসেবে স্নাতক ডিগ্রি পাবে নেদারল্যান্ডসের আমস্টারডামের শিশু লোহো সিমন্স।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের বরাতে জানা যায়, লোহো আইন্দহোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পড়াশোনা করছে। আগামী মাসেই সে পিএইচডি গবেষণা শুরু করবে।

এদিকে লোহো জানিয়েছে, পড়াশোনা চালু রাখতে সে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া যেতে চায়।

বিস্ময় শিশু লোহোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১১ হাজারের বেশি অনুসারী আছে।

এর আগে সবচেয়ে কম বয়সে স্নাতক ডিগ্রি অর্জনের বিশ্ব রেকর্ড ছিল মাইকেল কিয়ারনির দখলে। ইউনিভার্সিটি অব অ্যালাবামা থেকে মাত্র ১০ বছর বয়সে স্নাতক হয়েছিল মাইকেল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply