বগুড়া থেকে দ্বিতীয় দিনের মতো আন্তঃজেলা রুটের বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। নতুন সড়ক পরিবহন আইনের প্রতিবাদে বাস বন্ধ রেখেছে শ্রমিকরা।
দূরপাল্লার বাস চললেও বগুড়া থেকে নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, টাঙ্গাইল, সিরাজগঞ্জসহ আশপাশের জেলায় চলাচলকারী গাড়ি তালাবদ্ধ করে রাখা হয়েছে।
বাস না পেয়ে গন্তব্যে যেতে চরম বিড়ম্বনায় পড়েছেন যাত্রীরা। বিকল্প উপায়ে গন্তব্যে ছুটছেন অনেকেই। এভাবে বাস চলাচল বন্ধ রাখায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা।
তবে পরিবহন শ্রমিকদের দাবি, নতুন আইনে শাস্তির যে বিধান রাখা হয়েছে তা অযৌক্তিক।
Leave a reply