গ্রামীনফোনের কাছে বিটিআরসির পাওনা সাড়ে ১২ হাজার কোটি টাকার বিষয়ে আগামী রোববার আদেশ দেবেন আপিল বিভাগ।
আজ সোমবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
পাশাপাশি গ্রামীণফোনের কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের পাওনা সাড়ে বারো হাজার কোটি টাকার বিষয়ে আদালতের বাইরে কোনো মীমাংসা করা যাবে না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
এর আগে গত ১৪ নভেম্বর বিটিআরসির পাওনা ১২ হাজার কোটি টাকার মধ্যে তাৎক্ষণিকভাবে মাত্র ২শ’ কোটি টাকা দিতে চায় গ্রামীণফোন।
Leave a reply