চীনের বিখ্যাত ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতালের সাথে সমঝোতা স্মারক সই করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার বিভাগ। আজ সোমবার এ সমঝোতা স্মারক সই হয়।
এ চুক্তির ফলে এ দেশের চিকিৎসকরা চীনের হাসপাতালে গিয়ে প্রশিক্ষণ নিতে পারবেন। এছাড়া দেশের দরিদ্র হৃদরোগীরাও চীনে গিয়ে চিকিৎসা নিতে পারবেন।
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সই করেন ইন্টারন্যাশনাল কো-অপারেশন ডিপার্টমেন্টের ডিরেক্টর ডুও লিন ও বিএসএমএমইউর কার্ডিওভাসকুলার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আলী হাসান।
স্মারক সই অনুষ্ঠানে কার্ডিওভাসকুলার বিভাগ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
Leave a reply