কষ্ট হলেও সড়ক পরিবহন আইন বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, কোনোভাবেই ধর্মঘট কাম্য নয়।
আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। প্রয়োজনে মালিক শ্রমিককে আলোচনার টেবিলে বসার আহবান জানান তিনি।
এসময় তিনি বলেন, চালের দাম নিয়ে যেন কেউ চক্রান্ত করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নিতে হবে। কারসাজী করে দাম বাড়ানো অসৎ ব্যবসায়ীদের শুদ্ধি অভিযানের আওতায় আনার দাবি জানান জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
Leave a reply