দেশে অন্তত দুই মাসের লবন মজুদ আছে, গুজবে কান দিবেন না: লবন মালিক সমিতি

|

দেশে অন্তত দুই মাসের লবন মজুদ আছে, তাই কোন গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন লবন মালিক সমিতির সভাপতি। দুপুরে কক্সবাজারে তিনি জানান, আড়তে এখনো ৩ লাখ মেট্রিক টন লবন মজুদ আছে।

এদিকে সংকটের গুজবে বিভিন্ন জেলায় লবন মজুদ করছেন ব্যবসায়ীরা। হবিগঞ্জে লবণ মজুদের দায়ে ৪ ব্যবসায়ীকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত। গতকাল থেকেই সিলেট, হবিগঞ্জসহ আশপাশের এলাকায় গুজব রটে লবণের দাম বৃদ্ধির। এর পরপরই বেশি মুনাফার আশায়, চৌধুরী বাজার থেকে অতিরিক্ত লবণ সংগ্রহ করেন কিছু অসাধু ব্যবসায়ী। পরে ৬ জনকে আটক করা হয়। জব্দ করা হয় প্রায় ৫০ কেজি লবণ। জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করে চারজন। এরমধ্যে ২ জনকে কারাদণ্ড ও ২ জনকে অর্থদণ্ড দেয়া হয়।

দাম বৃদ্ধির গুজবে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাড়তি লবন কিনছেন ভোক্তারা। এতে বাজারে যোগান কমিয়ে সংকট দেখাচ্ছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply