ঢাকার ধামরাইয়ে সৎ বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলায় পুলিশ সৎ বাবা শামীমকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার সকালে ধামরাইয়ের চন্দ্রাইল এলাকা থেকে অভিযুক্ত শামীমকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত শামীম ধামরাইয়ের পাঠানতলা এলাকার তায়েব আলীর ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায়, শামীমের সাথে ভুক্তভোগীর মায়ের বিয়ে হলেও দুই বছর আগে ডিভোর্স হয়। কিন্তু শামীম নানা সময়ে কিশোরীর মায়ের ভাড়া বাসায় যাতায়াত করতেন। এবং যাতায়াতের এক পর্যায়ে শামীম ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে প্রায় ৫ মাস যাবৎ ধর্ষণ করে আসছিল। পরে ওই কিশোরী বিষয়টি তার মায়ের কাছে বললে আজ সকালে কিশোরীর মা বাদী হয়ে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a reply