দেশের সকল স্কুলে ছাত্র ছাত্রীদের জন্য পরিচ্ছন্ন টয়লেট নিশ্চিত করতে চায় সরকার

|

২০২৩ সালের মধ্যে দেশের সকল স্কুলে ছাত্র ছাত্রীদের জন্য পরিচ্ছন্ন আলাদা টয়লেট নিশ্চিত করতে চায় সরকার। এজন্য কাজ চলছে বলে জানিয়েছেন এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম।

সকালে মিরপুর পুলিশ স্টাফ কলেজে ইউনিলিভারের আয়োজনে বিশ্ব টয়েলেট দিবস উপলক্ষে দেশের প্রতিটি স্কুলের টয়লেট পরিস্কার পরিচ্ছন্ন রাখতে শপথ নেয় শিক্ষার্থীরা।

এতে যোগ দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন উন্নত স্যানিটেশন সুবিধা নিশ্চিতে কাজ করছে সরকার।

বাংলাদেশে উন্নত ও পরিচ্ছন্ন স্যানিটেশনের সে লক্ষ্য পুরণে ইউনিলিভার কাজ করছে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কেদার লেলে।

ইউনিলিভারের ব্যবস্থাপনা পরিচালক কেদার লেলে বলেন, দেশে ৯৯ ভাগ টয়েলেটের অবকাঠামো থাকলেও অধিকাংশই অপরিচ্ছন্ন। আর তাই তাদের পরিচ্ছন্নতার উপকরণ এ পরিচ্ছন্ন স্যানিটেশনে ভূমিকা রাখবে।

পরিচ্ছন্নতার যুদ্ধে গিনেজ ওয়াল্ড রেকর্ড গড়ার লক্ষ্যে ইউনিলিভার তৈরি করেছে বিশ্বের সবছেয়ে বড় প্রোডাক্ট স্যাশে ওয়ার্ড।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply