পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন পণ্ড হয়েছে। প্রতিদ্বন্ধি দুই গ্রুপের চেয়ার ছোড়াছুড়ি, ভাংচুরের কারণে প্রথম অধিবেশন শেষে এ সম্মেলন প্রক্রিয়া পণ্ড হয়ে যায়। এসময় হাতাহাতি ও মারধরে অন্তত ৫ জন আহত হয়েছেন। একপর্যায়ে স্থানীয় এমপি অধ্যক্ষ মহিব্বুর রহমানসহ উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা দ্রুত সম্মেলনস্থল ত্যাগ করেন। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল গাজী ও আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাচ্চু মোল্লার অবস্থা গুরুতর।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল তিনটার দিকে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা বদিউর রহমান বন্টিনের সভাপতিত্বে এমইউ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন শুরু হয়। দ্বিতীয় পর্বে সভাপতি-সাধারণ সম্পাদক নির্ধারণের ক্ষেত্রে একাধিক প্রার্থী থাকায় ভোটের ঘোষণা দেয়া হয়। এরপরই চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। ইউপি চেয়ারম্যান ও সভাপতি প্রার্থী রিন্টু তালুকদার এ ঘটনার জন্য অপর সভাপতি প্রার্থী ও জেলা পরিষদ সদস্য এসএম মোশাররফ হোসেনকে দায়ি করেন। তবে মোশাররফ হোসেনও পাল্টা অভিযোগ করে ইউপি চেয়ারম্যানকে দায়ি করেন এ ঘটনার জন্য। পরিকল্পিতভাবে চেয়ারম্যানের গ্রুপ এ অবস্থা করেছে অভিযোগ মোশাররফের। বর্তমানে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান বলেন, দ্রুত উপজেলা আওয়ামী লীগ জরুরি সভা ডেকে সকলের মতামতের প্রেক্ষিতে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেবে।
Leave a reply