নতুন সড়ক আইনের কয়েকটি ধারা সংশোধনের দাবিতে আজও পরিবহন ধর্মঘটে বাস চালক ও শ্রমিকরা। অঘোষিত ধর্মঘটে বাস বন্ধ দূরপাল্লা ও অভ্যন্তরীণ বেশিরভাগ রুটে।
সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ও কাঁচপুর পয়েন্টে এবং নারাণগঞ্জের চাষাড়ায়, সড়ক অবরোধ করে রেখেছেন পরিবহন শ্রমিকরা। গাড়ি আটকে রেখে যাত্রীদের নামিয়ে দিচ্ছেন তারা। বাধা দেয়া হচ্ছে সব ধরণের গাড়ি চলাচলে। গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী ও কর্মস্থলমুখী মানুষ।
রাজশাহী বিভাগের ৬ জেলাতে তৃতীয় দিনের মত বন্ধ বেশিরভাগ বাস চলাচল। গাড়ি না পেয়ে বাসস্ট্যান্ড থেকে ফেরত যাচ্ছেন অনেকে। চালক-শ্রমিকদের অঘোষিত ধর্মঘট চলছে খুলনা বিভাগের ১০ জেলায়। বিকল্প পথে বাড়তি টাকা খরচ করে গন্তব্যে ছুটছেন কেউ কেউ। বরিশালের ৫ জেলার পর ঢাকা বিভাগের টাঙ্গাইলে আর ময়মনসিংহ বিভাগের দুই জেলায় বাস চলাচল বন্ধ রেখেছেন চালক-শ্রমিকরা। বিদ্যমান আইন চ্যালেঞ্জ করে বাস বন্ধ রাখায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ।
Leave a reply