নতুন সড়ক পরিবহন আইন নিয়ে অসন্তোষ বিরাজ করছে পরিবহণ শ্রমিকদের মধ্যে। আইন কার্যকর করার ঘোষণার দিন থেকেই প্রায় সারাদেশেই অঘোষিত পরিবহণ ধর্মঘট চলছে। ঘোষণা দিয়ে ধর্মঘট পালন করছে পণ্য পরিবহন শ্রমিকরা। আজ সারাদিন রাজধানীসহ সারাদেশে শ্রমিকরা ট্রাক-পিকআপ ও ব্যক্তিগত গাড়ি থামিয়ে চালকদের মুখে পোড়া মবিল মাখিয়ে দিয়েছে।
অভিযোগ উঠেছে, পরিবহণ শ্রমিকদের হাত থেকে রেহাই পায়নি এ্যাম্বুলেন্সও। শ্রমিকরা ধর্মঘটের মধ্যে গাড়ি চালানোর অপরাধে মারধরও করেন চালকদের। গাড়ির চাবি রেখে দেন। জোর করে নামিয়ে দেয়া হয় যাত্রীদের।
ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।
Leave a reply