জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতি বাতিলের দাবিতে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব পাস; যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে প্রস্তাবের পক্ষে ১২৮টি দেশ ভোট দেয়, বিপক্ষে ৯ টি দেশ ভোট দেয়। ভোট দেয়া থেকে বিরত থাকে ৩৫ টি দেশ। আর এই্ প্রস্তাব এমন সময় পাস করা হলো যখন ট্রাম্প হুমকি দিয়েছিলো যে যারা প্রস্তাবের পক্ষে ভোট দিবে তাদের অর্থনৈতিক সাহায্য বন্ধ করে দেয়া হবে।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল, গুয়েতেমালা, হন্ডুরাস, মার্শাল আইল্যান্ড, মাইক্রোনেশিয়া, নাইরু, পালাউ ও টোগো প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। ভোট দানে বিরত থাকা ৩৫টি দেশের মধ্যে রয়েছে কানাডা ও মেক্সিকো, দক্ষিন সুদান।
এর আগে গত বুধবার হোয়াইট হাউজের কূটনৈতিক অভ্যর্থনা কক্ষে দেওয়া ভাষণে ট্রাম্প জেরুজালেমকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দেয়।
মার্কিন প্রশাসনের কাছে ‘স্পর্শকাতর’ হওয়ায় গত সাত দশকে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনও প্রেসিডেন্ট কোনও পদক্ষেপ নেননি।
Leave a reply