ঘটা করেই শুরু হয়েছিলো ভারত-বাংলাদেশের ইডেন টেস্ট। প্রথমবারের মতো গোলাপি বলে দিবারাত্রির টেস্টও খেলছে উভয় দলই। কিন্তু বাংলাদেশের জন্য সুখকর হয়নি এ ম্যাচ। প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসেও একই ধারা বজায় রেখেছে ব্যাটসম্যানরা। ভারতীয় বোলারদের গতির মুখে দাঁড়াতেই পারছে না টাইগার বাহিনী।
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১০৬ রানের বিপরীতে ভারত ৯ উইকেট হারিয়ে ৩৪৭ রান করে ইনিংস ঘোষণা করে। ভারত লিড নেয় ২৪১ রানের। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বরাবরের মতোই দিশেহারা সাদমান-মুমিনুলরা।
ইশান্ত শর্মার করা ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে শূন্য রানে ফেরেন সাদমান ইসলাম। দলীয় রানও ছিলো শূন্য।
এরপর আরেক ওপেনার ইমরুল কায়েসকে সঙ্গ দিতে আসেন অধিনায়ক মুমিনুল হক। কিন্তু তিনি ফিরে যান ৬ বল খেলে। ইশান্ত শর্মার দ্বিতীয় ওভারে উইকেটরক্ষকের গ্লাভসে বন্দি হয়ে শূন্য রানে ফেরেন মুমিনুল। প্রথম ইনিংসেও তিনি রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে গেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ইমরুলের সাথে এখন ব্যাট করছেন মোহাম্মদ মিঠুন। দলীয় রান ২ উইকেট হারিয়ে ৬।
Leave a reply