সাতক্ষীরার কলারোয়ায় দুবৃর্ত্তরা জীবন্ত পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে সুলতান আলী (৫০) নামে এক কৃষককে। সে উপজেলার চন্দনপুর ইউনিয়নের নাথপুর গ্রামের মৃত মোহর আলী দালালের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯টার দিকে উপজেলার মাদরা গ্রামে।
কৃষকের ছেলে ব্যবসায়ী সাইদুর রহমান জানান, দীর্ঘ দিন ধরে মাদরা বাজারে কলা বিক্রয় করে আসছিলো সুলতান । সেখানে কিছু মানুষের কাছে তার কলা বিক্রয়ের টাকা পাওনা আছে। ঘটনার দিন তার পিতা সুলতান আলীকে ওই টাকা আনার জন্য বাইসাইকেলে যোগে মাদরায় যাওয়ার কথা ছিলো। পথিমধ্যে মাদরা গ্রামের নব মুসলিম আব্দুর রহমানের বাড়ির পাশে পৌঁছানো মাত্রই একটি মোটরসাইকেল যোগে দুইজন ব্যক্তি একটি বস্তু তার দিকে ছুঁড়ে মারে। সাথে সাথে তার পিতার গায়ে আগুন ধরে যায় । চিৎকার করলে পাশ্বর্বতী লোকজন এগিয়ে আসে। পরে তাকে দ্রুত উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে আহত কৃষক সুলতান আলী বলেন, কি কারণে এ ঘটনা ঘটেছে তাও বলতে পারছি না।
এবিষয়ে রোববার সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান- খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Leave a reply