জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চে সকাল সাড়ে এগারোটায় শুনানি হবার কথা থাকলেও সময় নেয় আপিল বিভাগ।
শুনানির জন্য খালেদা জিয়ার মামলার প্যানেল আইনজীবী ছাড়াও বিএনপি পন্থি শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। আপিল বিভাগের সাতজন বিচারপতি শুনানিতে থাকবেন এ কারনেই শুনানি পেছানো হয়েছে। খালেদা জিয়ার মামলাকে ঘিরে আপিল বিভাগে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। আপিল বিভাগে এ মামলায় জামিন পাওয়ার প্রত্যাশা তার আইনজীবীদের।
অন্যদিকে জামিন খারিজের আদেশ বহাল থাকবে বলে আশা দুদকের আইনজীবীর। গত ৩১ জুলাই চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেছিল হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধেই আপিল করেন খালেদা জিয়া।
Leave a reply