পাথরঘাটায় ১২ মণ জাটকাসহ ট্রলার জব্দ

|

বরগুনার পাথরঘাটায় এফবি দিদারুল আলম নামের একটি মাছ ধরার ট্রলার বিষখালী নদীর সংযোগ খাল থেকে বের হয়ে যাওয়ার সময় ১০ মণ জাটকা আটক করে দক্ষিণ জোন স্টেশন কোস্টগার্ড। এসময় ট্রলারে থাকা আলমগীর হোসেন নামে এক জেলেকে আটক করা হয়।

এর আগে সকাল সাড়ে নয়টার দিকে বিএফডিসি মৎস্য ঘাটে প্রবেশের সময় টহল কোস্টগার্ড সিগন্যাল দিলে তা অমান্য করে ট্রলারটি নিয়ে পালিয়ে যায়। এতে তাদের সন্দেহ হলে পিছু ধাওয়া দিয়ে ট্রলারটি আটক করে।

পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া জানান, ট্রলারটি সিগন্যাল অমান্য করায় সন্দেহ হলে টহল টিম ধাওয়া করে। এসময় ১১ জেলে খালে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। আলমগীর হোসেন নামে এক জেলেকে আটক করা হয়। ট্রলারটি তল্লাশি করে ১২ মণ জাটকা উদ্ধার করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply