র্যাগিংয়ের সাথে জড়িত থাকার দায়ে দুটি হল থেকে নয় শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বুয়েটের কর্তৃপক্ষ।
আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এমনটি জানান বুয়েট ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান।
আজীবন বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন, সব্যসাচী দাস দিব্য, সৌমিত্র লাহিড়ী, প্লাবন চৌধুরী, নাহিদ আহমেদ, অর্ণব চৌধুরী, মো ফরহাদ হাসান, মো মোবাশ্বের হোসেন শান্ত, এএসএম মাহাদী হাসান এবং আকিব হাসান রাফিন।
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার পর অভিযুক্তদের বহিষ্কার এবং র্যাগিংয়ের সাথে জড়িতদের শাস্তির দাবিসহ তিন দফা দাবি পেশ করে বুয়েট শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, তিনটি দাবি পূরণ হলেই তারা আবারও অংশ নেবে একাডেমীক কার্যক্রমে।
Leave a reply