সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশ। সেরা দশ অপরিবর্তিত রয়েছে। এ মাসে বিশ্বকাপ বাছাইয়ে ওমানের মাঠে ৪-০ গোলে হারে বাংলাদেশ। গত মাসে র্যাঙ্কিংয়ে ৯২০ পয়েন্ট নিয়ে তিন ধাপ এগিয়ে ১৮৪তম স্থানে উঠেছিল তারা। বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে আবারও নেমে গেছে ১৮৭তম স্থানে। পয়েন্ট হারিয়েছে পাঁচটি।
শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন নেই। ১,৭৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। পরের চারটি স্থানে যথাক্রমে ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড ও উরুগুয়ে। এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে ক্রোয়েশিয়া। এক ধাপ নেমে সাতে পর্তুগাল।
সেরা দশের শেষ তিনটি স্থানও অপরিবর্তিত। আট, নয় ও দশে যথাক্রমে স্পেন, আর্জেন্টিনা ও কলম্বিয়া। দশের বাইরে থাকা দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ও জার্মানির উন্নতি হয়েছে। দুই ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে ইতালি। এক ধাপ এগিয়ে ১৫তম স্থানে জার্মানি।
Leave a reply