উত্তর কোরিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জাতিসংঘের

|

This picture taken on December 21, 2017 and released from North Korea's official Korean Central News Agency (KCNA) on December 22, 2017, shows North Korean leader Kim Jong-Un delivering his speech during the opening of the 5th Conference of Cell Chairpersons of the Workers' Party of Korea (WPK) in Pyongyang. / AFP PHOTO / KCNA VIA KNS / - / South Korea OUT / REPUBLIC OF KOREA OUT ---EDITORS NOTE--- RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO/KCNA VIA KNS" - NO MARKETING NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS THIS PICTURE WAS MADE AVAILABLE BY A THIRD PARTY. AFP CAN NOT INDEPENDENTLY VERIFY THE AUTHENTICITY, LOCATION, DATE AND CONTENT OF THIS IMAGE. THIS PHOTO IS DISTRIBUTED EXACTLY AS RECEIVED BY AFP. / (Photo credit should read -/AFP/Getty Images)

উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধে আরও কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাব পাস হলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। এবার পিয়ংইয়ংয়ের পেট্রোলিয়াম আমদানি ৯০ শতাংশ কমানোর পক্ষে ভোট দিয়েছে পরিষদের সব সদস্য।

শুক্রবার নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার প্রতি কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাবে সম্মতি জানায় জানায় দুই মিত্র দেশ চীন ও রাশিয়াও। প্রস্তাবে বলা হয়, বছরে ৫ লাখ ব্যারেলের বেশি জ্বালানি আমদানী করতে পারবে না দেশটি। সেই সাথে অপরিশোধিত তেল আমদানীর পরিমান ৪০ লাখ ব্যারেল বেধে দেয়া হয়েছে।

প্রস্তাব পাসের দুই বছরের মধ্যে দেশের বাইরে কর্মরত উত্তর কোরিয়ান নাগরিকদের দেশে ফেরার নির্দেশ দেয়া হয়েছে। রফতানি নিষেধাজ্ঞা দেয়া হয়েছে যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি রপ্তানির ওপরও। এ নিয়ে উত্তর কোরিয়ার ওপর ১০ দফা নিষেধাজ্ঞা দিলো নিরাপত্তা পরিষদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply