এক ওভারে ৫ উইকেট!

|

বল হাতে এ এক অবিশ্বাস্য কীর্তি। বোলার অভিমন্যু মিঠুন। ভারতীয় ডান-হাতি পেসার এক ওভারে নিয়েছেন পাঁচ উইকেট, টি ২০ ক্রিকেটে যা রেকর্ড। ভারতের সৈয়দ মুশতাক আলি ট্রফির সেমিফাইনালে শুক্রবার হরিয়ানার বিপক্ষে কর্নাটকের হয়ে নতুন এই ইতিহাস গড়েন মিঠুন।

নিজের তৃতীয় ওভারে দিয়েছেন ১৮ রান, ইনিংসে যা সর্বোচ্চ। ইনিংসের শেষ ওভারে ফিরে নিজেকে অবিশ্বাস্য রূপে মেলে ধরে অনন্য কীর্তি গড়েন।খবর টাইমস অব ইন্ডিয়ার।
সুরাটে শেষ চারের ম্যাচে ১৯ ওভার শেষে হরিয়ানার রান তখন তিন উইকেটে ১৯২। ২০০ পার হওয়াটা ছিল খুবই সম্ভব। কিন্তু মিঠুন তা হতে দেননি। প্রথম তিন বলে হ্যাটট্রিক পূর্ণ করে পরের বলেও নেন উইকেট।

স্পর্শ করেন লাসিথ মালিঙ্গাকে। গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি ২০-তে টানা চার বলে উইকেট নেয়ার রেকর্ড গড়েছিলেন শ্রীলংকান পেসার।

পঞ্চম বলে একটি রান দেন মিঠুন। শেষ বলে আবার উইকেট। ২০ ওভার ক্রিকেটের সংস্করণে প্রথম বোলার হিসেবে এক ওভারে পাঁচ উইকেট নিলেন মিঠুন। গত মাসেই ঘরোয়া ক্রিকেটে মনে রাখার মতো এক কীর্তি গড়েছিলেন তিনি।

বিজয় হাজারে ট্রফির ফাইনালে নিজের জন্মদিনে করেছিলেন হ্যাটট্রিক, প্রথমবারের মতো লিস্ট ‘এ’ ক্রিকেটে নিয়েছিলেন পাঁচ উইকেট। এবার সেটাকেও ছাড়িয়ে গেলেন ভারতের হয়ে চারটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলা ৩০ বছর বয়সী এই বোলার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply