এসএ গেমস ক্রিকেটে নেপালকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। নেপালের দেয়া ৫১ রানে লক্ষ্য ব্যাট করতে নেমে ৭ ওভার ৪ বলে হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশের নারীরা।
ব্যাট করতে নেমে রাবেয়া-জাহানারাদের বোলিং তোপে ৫০ রানে গুটিয়ে যায় নেপাল নারী ক্রিকেট দল। প্রথম ওভারেই জাহানারার হাত ধরে সাফল্য পায় বাংলাদেশ। ৭ রানে প্রতিপক্ষের দুই ওপেনারকে ফিরিয়ে দুর্দান্ত শুরু সালমা খাতুনের দলের। তবে খাদকার ১২, বেল্বাশির ১৩ আর ইন্দু বারমার ১০ রান ছাড়া বাকিরা দুই অঙ্কের ঘরে যেতে পারেনি। ফলে ৫০ রানে থামে নেপাল, রাবেয়া ৮ রানে ৪ উইকেট জাহানারা ২ আর সালমা নাহিদা ও ফাহিমারা নেন ১ টি করে উইকেট।
৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো শুরু দুই ওপেনার মুরশিদা খাতুন-আয়শা রহমানের। আয়শা ২৬ আর মুরশিদা করেন অপরাজিত ২৩ রান। এ দুজনের ব্যাটে ১৩ ওভার ২ বল আগেই জয় পায় বাংলাদেশ।
Leave a reply