বন্ধ ঘোষণার প্রায় এক মাস পর জাবিতে সিন্ডিকেট বৈঠক

|

বন্ধ ঘোষণার প্রায় এক মাস পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের জরুরি সভা ডাকা হয়েছে।

বিকেল সাড়ে চারটায় সভা শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক আবদুস সালাম মিঞাঁ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়; সভায় ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ভিসি বিরোধী আন্দোলনের জেরে গত ৫ নভেম্বর জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply