আশুলিয়ায় অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

|

আশুলিয়ায় নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকার বংশী নদীতে থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে পুলিশ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে রাঙ্গামাটির ব্রিজের কাছ থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। ওড়না দিয়ে হাত বাঁধা ও গলায় বোরকা পেঁচানো অবস্থায় ছিলো। প্রাথমিক ধারনা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশের অবস্থা দেখে মনে হচ্ছে, কয়েকদিন আগে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply