গবেষক হামিদের পাশে দাঁড়াচ্ছে সরকার

|

জ্বালানী বা বায়োগ্যাস গবেষক আব্দুল হামিদ। দশম শ্রেণির গণ্ডি পেরুনো মানুষটি তাক লাগিয়েছে পুরো বাংলাদেশকে। সৌরবিদ্যুৎ ও পানি দিয়ে রান্নার জ্বালানী গ্যাস উদ্ভাবন ও বিপণন করেন তিনি। দীর্ঘ দশবছর গবেষণার পর সফল হন আব্দুল হামিদ। এ নিয়ে মাসখানেক আগে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। তারপরই দেশজুড়ে আলোচনায় আসেন তিনি।

সবশেষ আব্দুল হামিদের পাশে দাঁড়াচ্ছে সরকার। তার উদ্ভাবন নিয়ে আরো উচ্চতর গবেষণা এবং তা মানুষের হাতে হাতে পৌঁছানোর উদ্যোগ নিতে কমিটি গঠন করেছে সরকার। ৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে বুয়েটের শিক্ষক, সরকারি সংস্থা শ্রেডার প্রতিনিধি ছাড়াও আব্দুল হামিদকে রাখা হয়েছে।

এ বিষয়ে গবেষক আব্দুল হামিদ বলেন, যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর তার জীবনধারাই পাল্টে গেছে। অনেক প্রশংসা ও ফোন পাচ্ছেন। পাচ্ছেন মানুষের সাড়া। সবচেয়ে বড়কথা সরকারি বিভিন্ন সংস্থা তার সাথে কাজ করতে উদ্যেগী হয়েছে। সবশেষ, ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সে আরো আশাবাদী। বারিধারায় যে বাড়ির ছাদে আব্দুল হামিদ গবেষণা করেন সেখানে গিয়ে তার কাজও দেখে এসেছে কমিটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply