কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে শুরু হয়েছে শীতকালিন মহিষের লড়াইয়ের উৎসব। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় চলবে এই মহিষের লড়াইয়ের প্রতিযোগীতায়। বুধবার টেকনাফে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী মার্চ মাস পর্যন্ত। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের মহিষের মধ্যে রাউন্ড হিসেবে এই লড়াই চলবে।
৪ মাস ব্যাপী এই গ্রামীণ মহিষের লড়াইয়ের প্রতিযোগিতার আয়োজন করেছে কক্সবাজারের মহিষ লড়াই কমিটি। উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ান ‘সুলতান’ নামের মহিষকে হারিযেছে টেকনাফের কেফায়েত উল্লাহর ‘কালু’ নামের মহিষটি।
মহিষ লড়াই কমিটির সভাপতি টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু সৈয়দ জানান, দীর্ঘদিন গ্রামীণ ধরে গ্রামীণ মহিষের লড়াই উৎসব চালু আছে। উখিয়া টেকনাফের সৌখিন ও ঐতিহ্যবাহী মহিষ পালকরা এই লড়াইয়ে অংশ করে। এইবারের উৎসবে অর্ধশত মহিষ অংশ নিবে। মার্চের শেষ সপ্তাহে ফাইনাল খেলায় অনু্ষ্ঠিত হবে।
Leave a reply