সুলভ মূল্যে খাবার কেনার সুবিধা হারাচ্ছে সাত লাখ মার্কিনী

|

ট্রাম্প প্রশাসনের নতুন নীতিমালায় সুলভে খাবার কেনার সুবিধা হারাতে যাচ্ছেন সাত লাখ মার্কিনী। স্বল্প আয়ের মানুষের জন্য ফুড স্ট্যাম্প নীতিমালা কঠোর করছে ওয়াশিংটন।

সম্পূরক পুষ্টি সহযোগিতা প্রকল্প- স্ন্যাপের আওতায় কম খরচে খাবার কেনার সুবিধা পান সাড়ে তিন কোটির বেশি মার্কিনী। ২০ ঘণ্টার কাজের শর্ত পূরণ করতে না পারা ১৮ থেকে ৪৯ বছর বয়সী কর্মক্ষম ব্যক্তিরা এ সুবিধার আওতাভুক্ত। বেকারত্বের হার বেশি এমন অঙ্গরাজ্যগুলোতে এ সুবিধার আওতা ছিল আরও বেশি। নতুন প্রস্তাবে সেটিও উঠিয়ে নেয়া হচ্ছে।

আগামী এপ্রিলে কার্যকর হতে পারে নতুন নীতিমালা। এতে পরবর্তী পাঁচ বছরে সরকারের খরচ কমবে প্রায় সাড়ে ৫শ’ কোটি ডলার। তবে এ পদক্ষেপে যুক্তরাষ্ট্রের প্রান্তিক জনগোষ্ঠী সামাজিক নিরাপত্তা হারাবে বলেও সতর্ক করেছেন বিশ্লেষকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply