যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮০-তম জন্মদিন উপলক্ষে আলোচনাসভায় বক্তৃতায় অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় ছেলে শেখ ফজলে শামস পরশ। যুবলীগ চেয়ারম্যানের চোখের জলে পুরো সভাকক্ষেই আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবলীগ আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন শেখ ফজলে শামস পরশ।
গত ২৩ নভেম্বর যুবলীগের চেয়ারম্যান হওয়ার পর এই প্রথম সংগঠন আয়োজিত কোনো সভায় সভাপতিত্ব করেন পরশ। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে তার বাবা শেখ ফজলুল হক মনি দেশ গড়ার কাজে সহায়তার জন্য আদর্শভিত্তিক যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। যুবলীগকে সেই আদর্শ ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, জাতির পিতার সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে কাজ করতে চান। যুবলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
এ সময় তিনি বাবার কর্মময় জীবন ও তার স্মৃতি স্মরণ করে অশ্রুসিক্ত হয়ে পড়েন।
যুবলীগ নেতাকর্মীদের ত্যাগের আদর্শ অনুসরণের আহ্বান জানান যুবলীগ চেয়ারম্যান। এছাড়া সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল, দুর্নীতিবিরোধী লড়াইয়ে যুবলীগ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন তিনি।
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও শেখ মনির ছোট ভাই শেখ ফজলুল করিম সেলিম এমপি, উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান প্রমুখ।
শেখ সেলিম বলেন, শেখ মনির হাতে গড়া এই সংগঠনে এমন কাউকে দলে স্থান দেয়া যাবে না যাতে দুর্নাম হয়। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে যুবলীগের প্রতিটি কর্মীকে সোনার ছেলে হয়ে উঠতে হবে। শেখ মনি তার ৩৫ বছরের জীবনে ছয় বছরের বেশি সময় কারাগারে কাটিয়েছেন। কোনো পদপদবির লোভ তার ছিল না।
Leave a reply