সৌম্য’র ঝড়ো ফিফটিতে উড়ে গেলো ভুটান

|

নিজেদের ২য় ম্যাচে সৌম্য সরকারের হাফ-সেঞ্চুরিতে ভুটানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৬৯ রান করে ভুটান। জবাবে ৬ ওভার ৫ বলে লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।

টানা দুই ম্যাচ হারের পর এদিন ভুটানের দুই ওপেনার দেখে শুনে শুরু করলেও রানের চাকা সচল রাখতে পারেনি। দলীয় ২৩ রানে ওপেনার তেনজিনকে ফেরান মিনহাজুল আবেদিন আফ্রিদি। এরপর সৌম্য, তানভির, মানিকরা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিলে বড় সংগ্রহ গড়তে পারেনি ভুটান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৯ রানে থামে তাদের ইনিংস। বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়েছেন মানিক খান। সৌম্য, তানভির, মিনহাজুল, মেহেদি রানা নিয়েছেন ১টি করে উইকেট। স

হজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখি ছিলো বাংলাদেশি ওপেনাররা। বিশেষ করে সৌম্য সরকারের ২৮ বলে অপরাজিত ৫০ রানে ৬ ওভার ৫ বলেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। আরেক ওপেনার মোহাম্মদ নাইম অপরাজিত ছিলেন ১৬ রানে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply