আবারো পীড়াদায়ক ঘটনার সাক্ষী হলো ক্রিকেট। মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ভারতের ত্রিপুরার ক্রিকেটার মিঠুন দেবভার্মা। আগরতলা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলতেন তিনি।
মঙ্গলবার সেখানকার মহারাজা বীর বিক্রম ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলন ম্যাচ চলছিল। খেলার মধ্যে হঠাৎ হার্ট অ্যাটাক করে মিঠুনের। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। চটজলদি তাকে স্থানীয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। সেখানে উদীয়মান ক্রিকেটারকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। তাদের মতে, হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মারা যান এ তরুণ!
ক্রিকেট মাঠে মর্মান্তিক মৃত্যু অবশ্য এই প্রথম নয়। বাংলাদেশের ঘরোয়া লিগে ভারতের ক্রিকেটার রমন লাম্বা,স্থানীয় লিগে অস্ট্রেলিয়ার ফিলিপ হিউজ,ইংল্যান্ডের আম্পায়ার জন উইলিয়ামস, একাধিক ভারতীয় তরুণ খেলোয়াড়ের মৃত্যুতে- বারবার ক্রিকেট ময়দানের সবুজ ঘাসে নেমে এসেছে শোকের ছায়া।
এবার সেই তালিকায় সংযোজন হলেন মিঠুন। এসব মৃত্যু ঠেকাতে ক্রিকেটারদের স্বাস্থ্যের ওপর নজর রাখতে বোর্ডগুলোকে কড়া নির্দেশনা দিয়েছে আইসিসি।
Leave a reply