মেহেরপুরে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট

|

মেহেরপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সামনে পড়ে থাকা বোমাটি, নিষ্ক্রিয় করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।

আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ইউনিটের সদস্যরা। নমুনা সংগ্রহের পর পর্যালোচনা করে বোমাটি নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, এটি শক্তিশালী বোমা নয়। আতঙ্ক সৃষ্টির জন্য কে বা কারা বোমাটি রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনাস্থলে রেখে যাওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চিরকুটের বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি তিনি। বৃহস্পতিবার দুপুরে লাল টেপ মোড়ানো বোমা সদৃশ বস্তুটি দেখতে পান স্থানীয়রা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply