তেলের ওপর নির্ভরশীলতা কমানোর ঘোষণা দিয়ে নতুন বাজেট ঘোষণা করেছে ইরান। এবারের বাজেটকে মার্কিন নিষেধাজ্ঞা প্রতিরোধের বরাদ্দ বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি।
রোববার পার্লামেন্ট অধিবেশনে প্রায় ৪০ বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা করেন প্রেসিডেন্ট রুহানি। গত বছরের তুলনায় যা প্রায় ১০ শতাংশ বেশি।
রুহানির দাবি, মার্কিন চাপকে মোকাবিলা করবে এবারের বাজেট।খাদ্য ও চিকিৎসা ক্ষেত্রে ভর্তুকির মাধ্যমে দরিদ্রদের বিশেষ সুবিধা দেয়ার পরিকল্পনার কথা জানান তিনি। রাশিয়ার কাছ থেকে ৫শ’ কোটি ডলার ঋণ সহায়তা নিশ্চিতের ঘোষণাও দেন তিনি।
২০ মার্চ নতুন অর্থবছর শুরু হবে অর্থনৈতিক সংকটে জর্জরিত ইরানে। বাজেটের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে আগামি ফেব্রুয়ারিতে।
Leave a reply