নারীরা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে; বেগম রোকেয়ার সে স্বপ্ন আজ বাস্তবতা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন পদে দায়িত্ব নেওয়া নারীরা কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন।
তিনি বলেন, সরকার নারীর উন্নয়ন ও সুরক্ষায় জাতীয় নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
এসময় প্রধানমন্ত্রী নারী জাগরণের ক্ষেত্রে ভূমিকা পালনের জন্য ৫ জন নারী ও তাদের পরিবারের হাতে বেগম রোকেয়া পদক ২০১৯ তুলে দেন।
প্রধানমন্ত্রী আমি চাই মেয়েরা এগিয়ে আসুক। তারাই উদ্যোক্তা হোক। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের ক্ষেত্রে নারী উদ্যোক্তারা বিশেষ সুবিধা পাবেন।
Leave a reply