সেটে বোনের মৃত্যুর সংবাদ শুনেও শ্যুটিং শেষ করেছেন প্রখ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। তিনি এসময় নিউইয়র্কে মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমার শ্যুটিং করছিলেন। নওয়াজের এই পেশাদারিত্বের তথ্য দিয়েছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী নিজেই। তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে আজ জানান, শ্যুটিং চলাকালে নওয়াজের কাছে একটি ফোন আসে। আমাদের ধারনা ছিলো না কি ঘটছে। তিনি শ্যুটিং চালিয়ে যান, শেষ করার পর আমরা জানতে পারি শ্যুটিং চলাকালে নওয়াজের বোন মারা গেছেন। আমি জানি নওয়াজের সাথে রয়েছে পরিবারের দৃঢ়বন্ধন। বুঝতে পারছি তখন কি তার অনুভূতি ছিলো। আমি জানি না কিভাবে এই পরিবেশের মোকাবেলা করতে হয়। কিন্তু তিনি জানেন।
গত শনিবার (৭ ডিসেম্বর) মাত্র ২৬ বছরেই চলে গেলেন নওয়াজের বোন সায়মা তামসি সিদ্দিকী। সায়মা তামসি সিদ্দিকীর ব্রেস্ট ক্যানসার ধরা পড়ে মাত্র ১৮ বছর বয়সে। যৌবনে পা দিতে না দিতেই এমন মারণ ব্যাধিতে আক্রান্ত হন সিয়ামা। কিন্তু তিনি অসম্ভব সংগ্রাম করেছেন এই রোগের বিরুদ্ধে। গত বছর একটি টুইট মারফত নওয়াজউদ্দিন বোনের এই দীর্ঘ সংগ্রামের কথা জানিয়েছিলেন।
Leave a reply