এসএ গেমসের রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ২৪৯ রানের রেকর্ড ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। নিগার সুলতানা ও ফারজানা হকের সেঞ্চুরিতে মালদ্বীপকে ২৫৬ রানের বিশাল টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে মাত্র ৬ রানে অলআউট হয় মালদ্বীপ।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৯ রানের মধ্যেই সাজঘরে ফেরেন দুই ওপেনার শামিমা সুলতানা ও সানজিদা ইসলাম। কিন্তু তৃতীয় উইকেটে নিগার সুলতানা ও ফারজানা হক দলের হাল ধরেন।
তাদের মারমুখী ব্যাটিংয়ে দলকে এনে দেন বড় স্কোর। শেষ পর্যন্ত ৬৫ বলে ১৪ চার আর তিন ছক্কায় ১১৩ রান তুলে নেন নিগার। আর ৫৩ বলে ২০ বাউন্ডারিতে ১১০ রানের অনবদ্য ইনিংস উপহার দেন ফারজানা হক। দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৫৫।
জবাবে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে সাজঘরে ফেরেন মালদ্বীপের দুই ওপেনার। আরও ছয় ব্যাটার ডাক মারলে মাত্র ৬ রানে অলআউট হয় তারা। বাংলাদেশের পিটু মনি ও অধিনায়ক সালমা খাতুন নেন তিনটি করে উইকেট। অনবদ্য সেঞ্চুরি করে ম্যাচ সেরা হন ফারজানা হক।
Leave a reply