খাগড়াছড়িতে ওমান প্রবাসী তৌহিদুল আলমের একটি বাগান দখল করে তাকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে স্থানীয় বনদস্যু শামসুল আলম।
তৌহিদুল আলম জানান, খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে তার পাহাড়ি বন থেকে প্রায় কোটি টাকার গাছ কেটে নিয়ে যায় স্থানীয় বনদস্যু শামসুল আলম ও তার সন্ত্রাসী বাহিনী। এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাস ওমান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় থানায় অভিযোগ করেও কোনও প্রতিকার পাননি বলেও অভিযোগ করেন তিনি।
তৌহিদুল আলম অভিযোগ করেন, গাছ কাটা ও বাগান দখলের বিরুদ্ধে আদালতে মামলা করলেও সেই মামলা প্রত্যাহার না করলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেয় বনদস্যু শামসুল আলম। হুমকির ব্যাপারে চট্টগ্রামের কোতোয়ালি থানায় আরও একটি সাধারণ ডায়েরী করেন ভুক্তভোগী।
এব্যাপারে লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা খোজ-খবর নিচ্ছি।
এব্যাপারে অভিযুক্ত শামসুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনও সাড়া মেলেনি।
Leave a reply