মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায়, নেদারল্যান্ডসের আন্তর্জাতিক বিচার আদালতে দ্বিতীয় দিনের শুনানি আজ। অভিযোগ খণ্ডনে যুক্তিতর্ক উপস্থাপন করবে মিয়ানমার, যাতে নেতৃত্ব দেবেন দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি।
মামলার বাদিপক্ষ হিসেবে গাম্বিয়া আর অভিযুক্ত মিয়ানমার ছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশসহ অনেক দেশের প্রতিনিধি। মঙ্গলবার, হেগে আইসিজে’র প্রথম দিনের শুনানিতে গাম্বিয়া অভিযোগ করে, রোহিঙ্গা গণহত্যা রাতারাতি ঘটেনি। বরং পরিকল্পিতভাবে রাষ্ট্রের তরফ থেকে চালোনো হয়েছে জাতিগত নিধন। রুয়ান্ডা ও বসনিয়ার মতো গণহত্যার পুনরাবৃত্তি ঠেকাতে ব্যবস্থা নেয়ার দাবিও জানায় গাম্বিয়া। এসময় আইসিজে’র বাইরে মিয়ানমারের বিরুদ্ধে হয় বিক্ষোভ। ইউরোপিয়ান রোহিঙ্গা কাউন্সিল আর মিয়ানমার মুসলিম অ্যাসোসিয়েশন নেদারল্যান্ডস নেতৃত্ব দেয় বিক্ষোভে।
Leave a reply