খালেদা জিয়ার জামিনের বিষয়ে সরকার কোন হস্তক্ষেপ করছেনা: স্বরাষ্ট্রমন্ত্রী

|

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয় সরকার কোন হস্তক্ষেপ করছেনা। তিনি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে সর্বোচ্চ সুবিধা পাচ্ছেন। তাকে দেশের সবচেয়ে ভালো হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তার ডায়াবেটিস, আর্থাইটিসসহ অন্যান যেসব রোগ রয়েছে তা পুরোপুরি নিরাময় যোগ্য নয়, তবে সেসব রোগ নিয়ন্ত্রণে রয়েছে।

আজ দুপুরে জামালপুর পুলিশ অফিসার্স ক্লাবে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বিএনপি ইতিমধ্যেই আন্দোলনের মধ্যে আছে। তবে তাদের আন্দোলনের জনগন সমর্থন করছেনা। খালেদা জিয়ার জামিনের বিষয়ে তিনি আরও বলেন, জামিন দেওয়া না দেওয়া কোর্টের এখতিয়ার। কোর্ট স্বাধীনভাবে কাজ করছে। এখানে সরকার কোন হস্তক্ষেপ করছেনা, কখনও হস্তক্ষেপ করেনি।

এরআগে মন্ত্রী জেলা পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, জামালপুর সদরের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার দেলোয়ার হোসেন প্রমুখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply