সুপ্রিম কোর্ট এলাকায় ৩ টি মোটরসাইকেলে আগুন

|

রাজধানীর হাইকোর্ট এলাকায় তিনটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে হাইকোর্টের মাজার, ঈদগাহ মাঠের ও বার কাউন্সিলের গেটের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, আগুন দেয়ার সময় একজনকে আটক করে থানায় নেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply