নাগরিকত্ব বিল, রণক্ষেত্র ভারতের উত্তর-পূর্বাঞ্চল

|

নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে রণক্ষেত্র ভারতের উত্তর-পূর্বাঞ্চল। আসামের গুয়াহাটিতে জারি রয়েছে কারফিউ। বন্ধ রয়েছে ইন্টারনেট সংযোগ ও এসএমএস পরিসেবা।

বুধবার প্রাদেশিক রাজধানীর সচিবালয়ের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরপরই গুয়াহাটিতে কারফিউয়ের পাশাপাশি বিভিন্ন জেলায় মোতায়েন করা হয় অতিরিক্তি সেনা। ত্রিপুরাতেও বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ করেছে নিরাপত্তা বাহিনী। অনেক এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। জম্মু-কাশ্মির ও অন্যান্য অঞ্চল থেকে সেনাসদস্যদের সরিয়ে এনে নিরাপত্তা জোরদার করা হয়েছে আসাম-ত্রিপুরায়।

লোকসভার পর, বুধবার রাতে রাজ্যসভাতে ১২৫-৯৯ ভোটে পাস হয় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল। ফলে বাংলাদেশি, পাকিস্তানি ও আফগান অমুসলিম শরণার্থীরা সহজে নাগরিকত্ব পাবেন ভারতে। ধর্মীয় বিবেচনায় নাগরিকত্ব দান সংবিধান পরিপন্থি বলে অভিযোগ বিরোধীদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply