‘গোল্ডেন ডাক’ মেরে অন্যরকম সেঞ্চুরি করলেন আফ্রিদি

|

মারদাঙ্গা ব্যাটিং করে বুমবুম খেতাব পেয়েছেন সাবেক পাক অধিনায়ক শহীদ আফ্রিদি। প্রায় এক যুগের মতো দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল তার দখলে।

এবার অন্যরকম একটি সেঞ্চুরির রেকর্ড গড়লেন সেই বুমবুম আফ্রিদি। যদিও রেকর্ডটি আফ্রিদির ক্যারিয়ারকে কলঙ্কিতই করল।

‘ডাক’ মারার সেঞ্চুরি করেছেন শহীদ আফ্রিদি। অর্থাৎ ১০০ বার শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফিরেছেন এই হার্ডহিটার অলরাউন্ডার।

আর সেই রেকর্ডটি স্পর্শ করলেন বাংলাদেশের মাটিতেই। যেখানে রয়েছে তার অগণিত ভক্ত।

বৃহস্পতিবার চলমান বঙ্গবন্ধু বিপিএলে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন আফ্রিদি।

রবি বোপারার বলকে ঠিকমতো খেলতে পারেননি তিনি। উইকেটরক্ষক লিটন দাসের হাতে বন্দি হন।

এই ‘গোল্ডেন ডাক’ নিয়ে লজ্জাজনক সেঞ্চুরির তালিকায় প্রবেশ করেন আফ্রিদি।

ক্রিকইনফোর পরিসংখ্যান বলছে, ৩৯৮ ওয়ানডেতে ৩০ বার শূন্য রানে আউট হয়েছেন আফ্রিদি। ২৭ টেস্টের মধ্যে ৬টি এবং ৯৯টি টি-টোয়েন্টিতে ৮টি মিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪৪ বার ডাক মেরেছেন আফ্রিদি। আর বাকি ৫৬টি ডাক রয়েছে তার ঘরোয়া প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি ক্রিকেটে।

সব মিলিয়ে ১০০টি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড স্পর্শ করলেন আফ্রিদি। তবে এ ক্ষেত্রে মন খারাপ না করার যুক্তি রয়েছে আফ্রিদির।

কারণ ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়ার ক্ষেত্রে কেবল তার ওপরে আছেন শ্রীলংকার সাবেক অলরাউন্ডার সনাৎ জয়াসুরিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply