আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গণতন্ত্র ফিরিয়ে আনতে সকল রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
বিকেলে মহানগর নাট্যমঞ্চে মুক্তিযোদ্ধা দলের সম্মেলনে তিনি একথা বলেন। খালেদা জিয়া বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দেশে গণতন্ত্র নেই অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন আরো বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে সকল রাজনৈতিক দলকে একসাথে কাজ করতে হবে।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ এখন দিশেহারা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, সরকারের লুটপাট-দুর্নীতির জন্যই এ অবস্থা। জুডিশিয়াল ক্যু করে সরকার প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করেছেন বলে মন্তব্য করেন খালেদা জিয়া। তিনি বলেন, সব প্রতিষ্ঠানকে অকার্যকর করে দেয়া হয়েছে। সকলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে। সরকার ক্ষমতায় থেকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply