সেন্ট মার্টিন দ্বীপে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশ রক্ষার্থে কার্যকর পদক্ষেপ নিতে এবং সারাদেশে প্লাস্টিকমুক্ত পর্যটন নিশ্চিতে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নিতে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি এফ. আর. এম. নাজমুল আহসান এবং বিচারপতি কে. এম. কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি শেষে ৪ সপ্তাহের রুল দিয়েছেন। রিট আবেদনটিতে পর্যটন সচিব, পরিবেশ সচিব ও স্বরাষ্ট্র সচিবকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, সেন্ট মার্টিন দ্বীপের মতো প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হয়েছে।
ট্রাভেলার্স অফ বাংলাদেশ নামের একটি ফেসবুক গ্রুপের সংগঠক মুহাম্মদ আবদুল্লাহর পক্ষে রিট মামলাটি দায়ের করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শেখ ওমর শরীফ। মামলাটি শুনানি করেছেন এডভোকেট জুলহাস উদ্দীন আহমেদ।
ফেসবুক গ্রুপ ট্রাভেলার্স অফ বাংলাদেশ গত অক্টোবরে সেন্ট মার্টিন দ্বীপে একটি পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে দ্বীপটি থেকে ৫৫৫ কেজি প্লাস্টিক বর্জ্য উদ্ধার করেছিল।
Leave a reply