মেঘাচ্ছন্ন আকাশ আর বাতাসে বাড়তি আর্দ্রতায় হুট করেই জেঁকে বসেছে শীত। রাজধানী ঢাকায় তাপমাত্রা নেমে এসেছে ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। দেশের সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রায় দিন শেষে পার্থক্য ১০ ডিগ্রি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার ভোরে রাজধানীতেই তাপমাত্রা হতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ৯ টার পর সূর্যের দেখা মিললেও দুপুর নাগাদ ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে তাপমাত্রা। তবে, বাতাসে আদ্রতা যে হারে বাড়ছে সে হারে গতিবেগ বাড়তে থাকলে বৃহস্পতিবারও তীব্র শীতে ঢাকা থাকবে রাজধানী। সেক্ষেত্রে, উত্তরের জেলাগুলোয় শীতের তীব্রতা আরও প্রকট হবে।
বুধবার দিনের শুরুতে সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা কুড়িগ্রামের রাজারহাটে। দিনশেষে সেটি ৬ ডিগ্রি বাড়লেও কমেনি শৈত্যপ্রবাহ।
Leave a reply