গুয়াতেমালার দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে সরানোর ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট জিমি মোরালেস। রোববার, সামাজিক যোগাযোগ মাধ্যম- ফেসবুকে এই বিবৃতি দেন তিনি।
প্রেসিডেন্ট মোরালেস জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র সাথে আলোচনার পরই এ সিদ্ধান্ত নিলো তার প্রশাসন। দূতাবাস সরিয়ে নেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দেন তিনি। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরূদ্ধে জাতিসংঘ যে নিন্দা প্রস্তাব উত্থাপন করেছিলো, তাতে ভেটো দেয়া ৭টি দেশের অন্যতম গুয়াতেমালা। গেলো সপ্তাহের এ ভোটাভুটির পর, ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন- যেসব দেশ যুক্তরাষ্ট্রের বিরোধীতা করছে, তাদের সহায়তা তহবিল কেটে নেয়া হবে। ৬ ডিসেম্বর, পবিত্র ভূমি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকেই উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য।
Leave a reply