আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মর্যাদা পেলো মৎস্যজীবী লীগ

|

আওয়ামী লীগের নতুন সহযোগী সংগঠনের মর্যাদা পেয়েছে আওয়ামী মৎস্যজীবী লীগ। পাশাপাশি, আওয়ামী আইনজীবী পরিষদের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) ২১-তম জাতীয় সম্মেলনে গঠনতন্ত্রের ২৫ নম্বর ধারায় পরিবর্তনের সংশোধনী প্রস্তাব পাস করে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ক’দিন আগেই জানা গিয়েছিল আওয়ামী লীগে সহসম্পাদকের কোনো পদ থাকছে না। শনিবার, কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদকের পদ বিলুপ্ত করে কেন্দ্রীয় উপকমিটির সদস্য করা হয়েছে। প্রত্যেক উপকমিটিতে পাঁচ জন সদস্য থাকার কথা বলা হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১-তম জাতীয় সম্মেলন শুরু হয়। দুই দিনের সম্মেলন আজ শেষ হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো পরিবর্তন না আসলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে এসেছে রদবদল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply