নিষেধাজ্ঞা রুখতে স্বর্ণ ও পণ্যের বিনিময়ে বেচাকেনার পরিকল্পনা চার মুসলিম দেশের

|

নিজেদের মধ্যে কাগুজে মুদ্রার পরিবর্তে স্বর্ণ ও পণ্যের বিনিময়ে বেচাকেনা শুরুর চিন্তাভাবনা করছে ইরান, তুরস্ক, মালয়েশিয়া ও কাতার।

মূলত যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর নিয়মিত আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা নেতিবাচক প্রভাব প্রতিরোধ করতেই এমন পদক্ষেপের চিন্তা চলছে বলে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কুয়ালালামপুর সম্মেলনের শেষ দিনে মাহাথির বিভিন্ন নিষেধাজ্ঞার মুখেও ইরান ও কাতারের অর্থনৈতিকভাবে টিকে থাকার প্রশংসা করেন।

মাহাথির বলেন, যেভাবে কোনো দেশ একক সিদ্ধান্তে অন্যদের ওপর নিষেধাজ্ঞার মতো শাস্তিমূলক সিদ্ধান্ত আরোপ করে চলেছে, তাতে আমাদের মাথায় রাখতে হবে মালয়েশিয়াসহ অন্য যে কারো ওপরই যে কোনো সময় এমন নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে।’

‘আমি প্রস্তাব রেখেছি স্বর্ণমুদ্রা এবং পণ্যের বিনিময়ে ব্যবসার ধারণাটিকে আমরা নতুনভাবে নিজেদের মধ্যে ভেবে দেখতে পারি।’ তিনি বলেন, ‘আমরা খুবই গুরুত্বের সাথে এটি বিবেচনা করছি এবং আশা করি এটি কার্যকরের কোনো উপায় আমরা বের করতে পারোব।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply