ভারতের পরবর্তী পররাষ্ট্র সচিব হতে যাচ্ছেন হর্ষ বর্ধন শ্রিংলা। নতুন বছরে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। দেশটির বর্তমান পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলের দু’বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসে, তারপরেই দায়িত্বভার গ্রহণ করবেন শ্রিংলা। বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতের রাষ্ট্রদূত পদে কর্মরত আছেন তিনি। এছাড়া বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন তিনি।
সোমবার ভারত সরকারের তরফে এমনটা জানানো হয়েছে। ভারতের ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিংয়ের নির্দেশ অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেবিনেট কমিটির তরফে শ্রিংলার নিয়োগে ছাড়পত্র দেওয়া হয়। সরকারের বিবৃতিতে বলা হয়েছে, কেবিনেটের নিয়োগ সংক্রান্ত কমিটি, ২৮.০১.২০২০ তে শ্রী বিজয় কেশব গোখলের দুবছরের মেয়াদ শেষের পর, পরবর্তী পররাষ্ট্র সচিব পদে ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত রাষ্ট্রদূত শ্রী হর্ষ বর্ধন শ্রিংলাকে নিয়োগের অনুমোদন দিয়েছে।
১৯৮৪ ব্যাচের আইএফএস অফিসার হর্ষ বর্ধন শ্রিংলা ৩৫ বছরের কূটনৈতিক জীবনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। বাংলাদেশ ও থাইল্যান্ডের হাইকমিশনার পদে কাজ করেছেন তিনি, এছাড়াও ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকায় জাতিসংঘের ভারতের স্থায়ী মিশনের দায়িত্ব সামলেছেন তিনি।
Leave a reply