দুবাইসহ দেশের বাইরে থেকে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেনে র্যাব মহাপরিচালক বেনজার আহমেদ।
আজ মঙ্গলবার সকালে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে মাদকের বিরুদ্ধে ম্যরাথন প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, হুন্ডির মাধ্যমে দেশের বাইরে থেকে মাদক ব্যবসার অর্থায়ন করা হচ্ছে।
র্যাব মহাপরিচালক বলেন, দেশকে পুরোপুরি মাদক নিমূর্ল না করা গেলেও দুষ্প্রাপ্য করা সম্ভব। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাদক ব্যবসায় সম্পৃক্ত না হওয়ারও আহবান জানান তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, বাংলাদেশ পুলিশ কল্যাণ সমিতির সহ সভাপতি জীশান মির্জা, র্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলামসহ সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a reply